তপনকান্তি মুখার্জি'র কবিতা

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৩, ২০২১ | দেখা হয়েছে: ৮১৬ বার
 তপনকান্তি মুখার্জি'র কবিতা

আত্মমগ্ন 
বিধবার সিঁথির মতো সাদা রজনীগন্ধা ফোটে 
সসম্ভ্রম শূন্যতায়। একলা নক্ষত্র নির্নিমেষ 
চেয়ে থাকে তার দিকে নীরব সংলাপে। কাঁপা 
কাঁপা বাতাস বয় ছিপছিপে সময়ের উলংগ 
প্রেক্ষাপটে। তাকিয়ে থাকা নক্ষত্র আবেশে বন্ধ 
করে চোখ। ফুল বাঁচে গন্ধে, সংলাপ 
অনুভবে। অদ্ভুত আলো খেলে বাগানের কোণে। 

চৌহদ্দি 
ধ্বংসস্তুপ থেকে বেঁচে ওঠা ফিনিক্স পাখি 
আজও ভোরের আলোয় ডেকে বলে, 
' ফুচকাওয়ালার ঘন্টি আর হাতরিকশার 
ঘন্টি দুটোই সংগ্রামী জীবনের টিপছাপ।' 

তপনকান্তি মুখার্জি। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন