সিদ্ধেশ্বর হাটুই-এর দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৩১, ২০২০ | দেখা হয়েছে: ৮৮৭ বার
সিদ্ধেশ্বর হাটুই-এর দু’টি কবিতা

বৈচিত্রের খোঁজে
ভালোই ছিল খরিস, আনলাম ড়েকে চন্দ্রবোড়া
বাবুই-চড়ুই হারিয়ে গেছে ডাকে না আর ওরা।
ভাগাড়ে আজ পড়ে নাকো চিলের তীক্ষ্ণ দৃষ্টি।
খালে-বিলের মাছগুলো হয়না আর সৃষ্টি।
পুরনো সেই ভেশজো উদ্ভিদ করেছি আমরা লুপ্ত
কৃত্তিমতায় মজেছি তাই সবাই রোগ যুক্ত।
প্রার্থনা তাই আসুকফিরে ওরা মোদের মাঝে
থাকবনা আর শুধুমাত্র কৃত্তিমতায় মজে।

স্বার্থপর
ন কুলের ঝোপে পড়ে আছে আ্স্ত একটা শরীর
গোটা শরীরে প্রবেশ করেছে অগুনতি কাঁটা,
আর্তনাদের ঢেউ ছড়িয়ে পড়ছে বনে
পাখিদের চিৎকার অবিরল জানান
পথ কুকুরের দল করছে প্রাণ বাঁচানোর প্রয়াস
জাতিশ্রেষ্ঠ কানে দিয়েছে তুলো
চোখে আজ স্বার্থের চশমা।

সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন