আবু আফজাল সালেহ’র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৭, ২০২১ | দেখা হয়েছে: ৯২৭ বার
আবু আফজাল সালেহ’র দু’টি কবিতা

সূর্য, তুমি সবার
কাশ ভেঙে সূর্য নামুক
এই পৌষের ঠাণ্ডাদিনে
তীব্রতায় নামুক--
ঝুপড়ি স্টেশন রাস্তার মানুষগুলো
বাঁচুক একটু, এবার।

আমরা অমানবিক হতে পারি
সূর্য, তুমি তো সবার।

রোমাঞ্চময় গন্তব্যপথ
পাহাড়ের গা বেয়ে পাক-খেয়ে-ওঠা
রজুপথে স্বপ্নালু তারাদের সঙ্গে
পথচলা-- এই জ্যোৎস্নালয়ে।
উপত্যকায় পৌষের সোনালি ধানের শীষ
আর পাঁকা গমখেতের ঢেউ--
আগে ছিল না এখম মাঝে মাঝে দেখা যায় এমন দৃশ্য।

মাঝে মাঝে কুয়াশাঘেরা; ঠাণ্ডা বাতাস তো আছেই
গন্থব্যপথে একসময়
দূর থেকে ভেঙে-ভেঙে ভেসে আসে সুর
পাহাড়ি মেয়েদের,
অপূর্ব! অপূর্ব!-- ওখানেই তো যাচ্ছি!

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
চুয়াডাঙ্গা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন