ঋণ মুক্তি – দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৪, ২০২৩ | দেখা হয়েছে: ৯৩৪ বার
ঋণ মুক্তি – দেওয়ান সেলিম চৌধুরী

প্রথম নিঃশ্বাসেই ঋণী হয়ে গেছি আমি,
প্রকৃতির কাছে।
শেষ নিঃশ্বাসে দিয়ে যাবো, সবটুকু তাকে
যা কিছু আছে।
কিছুই নেবোনা সাথে, মিথ্যে অজুহাতে
রেখে যাবোনা কোন ঋণের বোঝা
শেষ হবে জীবনের সব লেনদেন
প্রয়োজন হবেনা আর আমাকে খোঁজা।
প্রয়োজনে যতটুকু করেছি গ্রহণ
জীবন ধারণে
যতটুকু দিয়েছিলে তুমি জীবনের 
অস্থিত্বের কারণে।
কৃতজ্ঞতায় সবটুকু তার, দেবো ফিরায়ে
তোমারই শীতল চরণে।
শেষ নিঃশ্বাসে দিয়ে যাবো আমি সব
নিস্তব্দ পাথরের মত পড়ে রবো, তব মাঝে
করিবোনা কলরব।
তোমার দেয়া সবটুকু ঋণ,
বুঝিয়া লইও শেষে
ঋণের শেষে এক হয়ে যাবো
তোমার মাঝে মিশে।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন