নিঃশব্দে দু'পা চলে - টিটোন হোসেন

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১২, ২০২১ | দেখা হয়েছে: ১২১২ বার
নিঃশব্দে দু'পা চলে - টিটোন হোসেন

গোধূলী বেলায়
নদীকূলে হেলায়
এলোমেলো চলায়
বয়ে যায় বেলা। 

শুভ্র কাশফুলগুলো-
দু'পায়ে মাড়িয়ে যেয়ো না,
হৃদয়ে ক্ষত, অক্ষত দাগ
বারবার চোখ মুছো না।

অধীর আগ্রহে এসেছিলে, 
দিয়েছিলে কত কথা
যাবার তরে আনন্দ করো
হৃদয় ভেঙে যেয়ো না।

যতোটুকু দিয়েছো 
নিয়েছো ততটুকুই
সমভাগ দিয়ে যাও আজ
অশ্রু মাড়িয়ে যেয়ো না। 

সমব্যথা জাগে ছাড়তে 
ক্ষণে ক্ষণে জাগে মন
ঘুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ 
নিশি হয়ে যায় ভোর।

দু'চোখে কত চাওয়া
স্বপ্নে হৃদয় ভরা
যেতে হবে বহুদূর 
যন্ত্রণা দিয়ে চাপা।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন