ফজলুল হক সৈকত-এর কবিতা

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১১৩৬ বার
ফজলুল হক সৈকত-এর কবিতা

কুড়ি বছর আগে
-ফজলুল হক সৈকত
(পুত্র অনিরুদ্ধ অস্মিতের কুড়ি বছর পূর্তিতে)

নি সিনেমা হলে শেষ শো শেষ হবার ঘন্টা দুয়েক পরে
নেমে এলো কদবেলের মতো চাঁদ-
কুড়ি বছর আগে।

তারপর, কুড়িটা বছর খুড়িয়ে খুড়িয়ে পুব থেকে পশ্চিমের পথে
ছায়ার মতো মায়ার মতো বাড়তে থাকে তার দৈর্ঘ্য
রূপনগরের রোদেলা বারান্দা আর শিয়ালবাড়ির পোকাঅলা
বাসাগুলোর ভাঙাচোরা সিঁড়ি মাড়িয়ে চাঁদ চলে চলনবিলের চাতালে
তারপর, কুড়ি বছরের ভেতরেই-
হাজিবাড়ির দোতলা থেকে চাঁদ ছায়া মেলে
উত্তরা ও আদমজিতে; চাঁদের বয়স বাড়ে- কুড়ির দিকে, ছায়ারও
পূর্ব-পশ্চিমের চাঁদ ছাদ পেরিয়ে দাঁড়িয়ে যায় লম্বালম্বি- নর্থ-সাউথে
চাঁদ ছায়া ফেলেছিল প্রথম 
কুড়ি বছর আগে।

কদবেলের মতো চাঁদ- 
সাথে এনেছিল কিছু ভাষা
কুড়ি বছর ধরে
সাথে রেখেছে কিছু আশা
ছায়ার পেছনে, রেখে দিয়েছে কিছু হতাশা
চাঁদ বুনে দিয়েছিল কিছু আশা-
কুড়ি বছর আগে।

ফজলুল হক সৈকত। ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন