একটি মানিক - রঞ্জনা রায়

প্রকাশিত হয়েছে : জুন ১৭, ২০২০ | দেখা হয়েছে: ৯৪৯ বার
একটি মানিক - রঞ্জনা রায়

নেকেই অংক কষে
লাফ দিয়ে হার্ডলস্ পেরোয় 
অংক কষে হার্ডলস্ পেরোবার মন্ত্রই
জীবনের খাতায় মজাদার পাটিগণিত।
চলার পথে ক খ গ ঘ
কে যে কখন প্রধান হয়ে ওঠে
আবার হিসেবের জটিলতায় হারিয়েও যায়!

ভালবাসার গনগনে রোদ্দুরে
এখন সংখ্যাতত্ত্বের খেলা বিশেষ জরুরি
সাফল্য ছোঁবার একটা বাহারি সিঁড়িতে
বসেছে ভালবাসা কেনার হাট বাজার
হারিয়ে যাচ্ছে জীবনের সোনালি আলো
ধন নয় মান নয় এখন শুধুই অংক কষা

আকন্ঠ তৃষ্ণায় খুঁজে বেড়াই সাত রাজার ধন এক মানিক
কে জানে কোথায়?
কে জানে কোথায়?

রঞ্জনা রায়। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন