শরতের ছোঁয়া - নির্মল ভৌমিক

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১০, ২০২০ | দেখা হয়েছে: ১১০৪ বার
শরতের ছোঁয়া - নির্মল ভৌমিক

রুণ আলোর স্নিগ্ধ রুপে 
অঙ্গে এল শরতের ছোঁয়া, 
শরদিন্দু উঠল হেসে
কোথাও নেই বিষণ্নতা।

রুপের ডালা দিয়েছে খুলে
বাংলা মায়ের আদুরে কন্যা
বিষণ্ণতার ঐ নিঃসঙ্গতা ছেড়ে 
সুদূর হারাল অগ্নিক্ষরা।

বনে বনে উপবনে
ফুটল মাধবী ফুটল মল্লিকা 
নদীর ধারে কাশ বনে 
কোমল শুভ্র মায়া।

যৌবন ছুঁয়েছে আইল জমিনে 
ফলবে দারুণ সোনা
সাদা বক উড়ছে আকাশে 
নেই তার বাঁধা। 

শিউলি ফোঁটা ভোরের আলো 
সতেজ করে প্রাণ
দেউল সেজেছে নব সাজে
মনে পুজোর এলার্ম।।

নির্মল ভৌমিক
জেঠাগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন