হৃদয় কষ্টে আছে - বিশ্বজিৎ কর

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৬, ২০২০ | দেখা হয়েছে: ৮৬৩ বার
হৃদয় কষ্টে আছে - বিশ্বজিৎ কর

খনও কথা হয়, অতীতের সাথে-
প্রসারিত দৃষ্টির অন্তরঙ্গতায়! 
কৈশোর প্রেমের আকুলতা, 
একটু দেখার চপলতা, 
মান অভিমানের রক্তিমতায় পত্রালাপ এখনও শিহরণ জাগায়! 
বর্তমান হিসাব করে সমস্যাসঙ্কুল জীবনখাতায়, 
অঙ্কে গরমিল বিব্রত করে! 
অপ্রাপ্তির তুফান ওঠে, সান্ত্বনার ভাষাগুলো ব্যঙ্গ করে, ভবিষ্যত হোঁচট খায় অন্ধকার চোরাগলিতে! 
আশংকার কালো পর্দায় শাসকের ফতোয়া জ্বলজ্বল করে! 
মোমবাতি-র মিছিলে শ্লোগান নেই, 
দৃপ্ত পদধ্বনিতে এগিয়ে চলার ছন্দোবদ্ধ কবিতা, সবাই গাইছে-"পথে এবার নামো সাথী..... 
মায়ের বুকফাটা আর্তনাদ! 
সমাজটা দুরারোগ্য রোগে আক্রান্ত! 
আমরা কেউ ভাল নেই! 

বিশ্বজিৎ কর 
বোড়াল, কলকাতা
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন