আশার আলো - পঞ্চানন শিট

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২৮, ২০২০ | দেখা হয়েছে: ৮৫২ বার
আশার আলো - পঞ্চানন শিট

আশার আলো 
তাশ কেনো মনটা তোমার
মুখটি কেনো ভারী,
দুখের পরে সুখ আসবে
এসো ধৈর্য্য ধরি।

বদলে যাবে এ দিন গুলো
কাটবে কালো রাত্রি,
সময় ভালো হলে দেখো
জ্বলবে সুখের বাতি।

বন্ধু স্বজন আসবে ফিরে
দূরে ছিল যারা,
আপন করে নেবে তোমায়
বাসবে ভালো তারা।

আচার বিচার বদলে যাবে
মধুর হবে কথা,
মুছে যাবে সব কালিমা
নানান কষ্ট ব্যথা।

নতুন করে জাগবে খুশি
ভাঙ্গা এ মন মিলবে প্রেমে,
আলোর বন্যায় ভরবে যেনো
ভালোবাসার ফ্রেমে।

ঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন