প্রেরণার সঙ্গী - রহিমা আক্তার রীমা
তখন আমি অবুঝ ছিলাম,বড়ই অবুঝ!
যারা আমার অবুঝ মনের তৃষ্ণা মিটাতো,
চোখের পানি ধরে রাখায় পাশে দাঁড়াতো
দিন-রাত যাদের সঙ্গতায় বেঁচে আছি
তাদের কি আমি ভুলেই গেলাম?
তখন আমি সরল ছিলাম,বড্ড সরল!
কারও উপহাসে যখন উদাস হতাম
অবহেলায় মরে যাওয়ার পণ করতাম
যারা আমার অজস্র সময়গুলোর সান্ত্বনা হতো
তাদের কি আমি ভুলেই গেলাম?
তখন আমি অভিমানী ছিলাম,বড্ড বেশী অভিমানী!
যখন অপূর্ণতায় হতে চাইনি ভোগ-বিলাসী
দারিদ্রতায়ও হতে চাইনি অভিলাসী
যারা আমায় মনের রাণী হওয়ার প্রেরণা দিয়েছে
ভরসা দিয়েছে এগুতে বহুদূর
তাদের কি আমি ভুলেই গেলাম?
তখন আমি পরিশ্রমী ছিলাম,বড্ড বেশি পরিশ্রমী!
সংসারের ঘানী মাথায় নিয়ে, সুঁই-সুতার প্রেমে
আঁকি-বুকি সুতার টানে, দুঃখটাকে জড়াতাম ফ্রেমে
এখন শব্দের মাঝে খেলা আমার
খুঁজি প্রেম কবিতায়
তাদের ভুলি নাই,এখন স্বপ্ন বুনি দুঃখ- আনন্দে বাস্তবতার কাব্যকথায়।
রহিমা আক্তার রীমা
ঢাকা, বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!