কিংবদন্তি স্বপ্ন - মেহেনাজ পারভীন মেঘলা

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১৫, ২০২০ | দেখা হয়েছে: ৮২৭ বার
কিংবদন্তি স্বপ্ন - মেহেনাজ পারভীন মেঘলা

স্বপ্নের আলতো নরম স্পর্শ আমাকে মুগ্ধ করে!
মহাকালের মতো দীর্ঘ অফুরন্ত রাত চাই স্বপ্ন দেখার জন্য।
আমার না পাওয়া যত অনুভূতি স্বপ্ন মাঝে ফোটে।
নতুন বউয়ের মতো লাজুক লতা মোলায়েম হৃদয়ে,বসন্ত বাতাসে-
কে যেন ডাকে!কে যেন হাসে!
আমার মন সর্বদা আঠারোর বেশে।
স্বপ্নের ঠোঁটে এঁকে দিই চুমুর পেইন্টিং।
তীব্র অনুভূতি!ব্যাখ্যা করতে পারছি না।
দৃশ্যটা হেঁটে বেড়াচ্ছে-
পিছে ডাকে, মিছে ডাকে, ভেংচি কাটে, জাপ্টে ধরে;
আমি মুগ্ধ! অভিভূত!
আটপৌরে স্বপ্নেরা চুলে বিলিকাটে;
হাতে ধরিয়ে দ্যায় দামি দামি অর্কিড;
ঠোঁটে সাঁতরায়, চোখে ভেলা ভাসায়।
স্বপ্নের দৈর্ঘ্যপ্রস্হ মাপতে পারিনি আজও।
চোখের জানালা খুললেই-
বলিরেখা আলিঙ্গন করে আমায়!
দিনের আলো আমার স্বপ্নকে কবর দ্যায়!

মেহেনাজ পারভীন মেঘলা
দিনাজপুর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন