বরাভয় - অতনু নন্দন মাইতি

প্রকাশিত হয়েছে : জুন ২০, ২০২০ | দেখা হয়েছে: ৯৭৬ বার
বরাভয় - অতনু নন্দন মাইতি

মাথার উপর হাসিমুখ ছবি  নেতা হয়ে যান কবি।
সারাটি বছর চলে গুনগান  বৈশাখে সাথে রবি।
মঞ্চে যখন বক্তৃতা চলে  সমতলে শোনে কারা?
কোনো কথা তারা বলতে পারেনা  অনুপ্রেরণা ছাড়া।
যা কিছু করবে কল্যানকামী  সেই কথাটাই বলো। 
অধিক কথাটা বলতে গেলেই সব হবে এলোমেলো।
বোকারা ভাবছে চালাক হয়েছি দিয়েছি প্রতিশ্রুতি।
সময় হলেই বুঝতে পারবে হারবার অনুভূতি।
এ শুধু আমার কথাটুকু নয়  দিদির কথাই সব।
দাদা বললেই সঙ্গীসাথীরা করে যায় কলরব।
যারা গড়ে নিলো দল ও বল ক্ষমতার কাছে তারা।
ছল, কৌশল যারাই শেখেনি তারাই সর্বহারা।
অনেক পেয়েও আরো পাবে বলে কেউ ধমকায় জোরে।
ষড়যন্ত্রতে মেতে থাকে রাতে, খুন করে রাত ভোরে।
যারা হারিয়েছে প্রিয় সবকিছু তারা যদি এক হয়।
যারা ধমকায়, যারা চমকায়, তারা পেয়ে যাবে ভয়।

অতনু নন্দন মাইতি। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন