নারী - ইলা সূত্রধর

প্রকাশিত হয়েছে : নভেম্বর ৯, ২০২০ | দেখা হয়েছে: ১০০৪ বার
নারী - ইলা সূত্রধর

ক্ষী রূপে বিরাজ করি 
বিদ্যাতে সরস্বতী 
বিন্দু থেকে সিন্ধু গড়ি
প্রকৃতির রূপবতী 

দুষ্টু আমি দমন করে
সৃষ্টের ভালোবাসি
দানব যদি অস্ত্র ধরে
তাদের সর্বনাশী

জননী আমি মমতাময়ী
সবার অন্নপূর্ণা 
বিনাশ কালে সর্বজয়ী
জগতে সম্পূর্ণা

সব বিপদ মাথায় নিয়ে
মহাকাল ছুয়ে থাকি
মহামারীর প্রলেপ দিয়ে
সুখ ও শান্তি রাখি

পুরুষ আজো সমাজ পিতা
নারী থাকে নিজ বলে
আশ্রয় দেয় প্রেয়সী মিতা
সোহাগের শতদলে

ইলা সূত্রধর
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন