প্রেমিকা হতে পারিনি - রহিমা আক্তার রীমা
আমি হয়তো প্রৌঢ়ত্বে পৌছে গেছি!
আগের মত আর শুনতে পারি না
তাই তো তোর প্রেমিকা হতে পারলাম না!
হয়তো চুলগুলো ধারণ করেছে শুভ্র বর্ণে
আমাকে আর প্রেমিকা ভাবা যায় না
তাইতো তোর প্রেমিকা হতেও চাই না!
চোখের দৃষ্টিতে হয়তো ছানী পড়েছে
তাই তোর ভালোবাসা চোখে পড়ে না
জানি অদেখা প্রেমে প্রেমিকা হওয়া যায় না!
মনের রঙে হয়তো বিষাক্ত কেমিক্যালের প্রভাব
বারবার আঁকতে গিয়েও আঁকতে পারি না
তাই স্মৃতির ক্যানভাসে প্রেমিকার স্থান হয় না!
আমার মাঝে হয়তো নেই ভালোবাসার উপমা
আমি যে তোর কাব্যে ধরা দেই না
তাই তো তোর কাব্যের রাণী হতে চাই না।
কতশত অভিযোগ আর অভিমানে জমে-
না বলা চাপা কষ্টের হাজারটা বায়না
জানি এভাবে প্রেমিকার স্থায়িত্ব রয় না।
আমি হয়তো পরিপূর্ণ ভালোবাসায় তোকে-
সারা জীবন আগলে রাখতে পারবো না
তাই তোর প্রেমিকাও হতে পারলাম না!!
রহিমা আক্তার রীমা। ঢাকা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!