হেমন্ত এসেছে বলে - মোহাইমিনুল হালিম

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২২, ২০২০ | দেখা হয়েছে: ৯৮০ বার
হেমন্ত এসেছে বলে - মোহাইমিনুল হালিম

শিশিরের নূপুর বাজিয়ে--
হিমালয়ের শীতল বাতাস নিয়ে।
ইক্ষু ফুলের সংবর্ধনায়;
আবার হেমন্ত ফিরে এলো। 
ডোবার জলে তাই আজ
কচুরি পানার ফুল রাঙ্গালো। 
পলি মাটির বুকে এখন ভালবাসা;
কৃষকের মনে মাঝে জাগে আশা। 
কেনাই- বিলচান্দোর পাথারে
রাখালের কন্ঠে পায় প্রান!
"আমি জ্বইলা গেলামরে--"
দিঘুলীয়ার নান্নু কাকার গান। 
শিয়োরের বিলের মাছেদের
আজ প্রাণে শুধু করে ভয়;
এই ভেবে তারা কাটায় দিন
কোন দিন বাউত নামবে দয়!
মাশ কালায়ের হলুদ ফুলে
মৌমাছি বাতাসে চলে দুলে। 
খেজুর ডালের তৈরি ঘোড়া
বালকের কন্ঠে,"জলদি লোরা"। 
নীল ফুলে ঘাসের সাজ
তাই শেফালীর হয়েছে লাজ। 
প্রভাতে তাই পরে ঝরে
হেমন্ত নিয়ে এলো হিম দ্বারে। 

মোহাইমিনুল হালিম
চাটমোহর, পাবনা


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন