হারিয়ে যাওয়া - ডঃ শর্মিষ্ঠা ঘোষ

প্রকাশিত হয়েছে : জুলাই ২০, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৮ বার
হারিয়ে যাওয়া - ডঃ শর্মিষ্ঠা ঘোষ

য়টি ঋতু ছয়টি সাজে ছিল এই দেশে
বরণ করে নিতাম আমরা তাদের ভালোবেসে।
বৈশাখ জৈষ্ঠ্যে আসে গ্রীষ্ম এখনও
তবে সে যায় না, দুমাসে কখনও।
বর্ষা এলে মনটি যেত আকাশ নদী পেরিয়ে,
বর্ষাঋতু আজ গেল কোথায়, নিম্নচাপে হারিয়ে।
নীলাকাশে রোদ ছায়াতে খেলা শরৎকালে
কাশফুল আর শিউলি এখনও দোলে।
নতুন ধানের আগমনে হেমন্ত আসতো
ঘরে ঘরে আনন্দ খুশির জোয়ারে ভাসতো।
শীত কুয়াশার চাদরে দেশ যায় আজও ঢাকা রে
তাড়াতাড়ি আজ শীত ফেরে হিমালয় পাহাড়ে।
ঋতুর রাজা ছিল বসন্ত,
সেও হারালো আজ অনন্ত।
গৌরবের এই ঋতু ছয়টি কোথায় গেল উড়ে?
একে একে আসেনা আজ সারা বছর জুড়ে।।  

ডঃ শর্মিষ্ঠা ঘোষ
বারুইপুর, কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন