ছোট্ট জীবন- টিটোন হোসেন

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৯, ২০২১ | দেখা হয়েছে: ১০৩৬ বার
ছোট্ট জীবন- টিটোন হোসেন

ছোট্ট জীবন
বড্ড চাওয়া 
কিছু পাওয়া 
কিছু ছাড়া। 

দু'পা ভরে
দু'হাত তুলে
দু'চোখ দেখে 
সামনে যাওয়া।

আক্ষেপ করা 
হতাশ হওয়া
অভিমান চেপে 
সামনে চলা।

কেউ কাঁদবে 
কেউ হাসবে
কেউ ফেললে
কেউ পাবে।

নিজের বিশ্বাস 
নিজের সম্পদ
অন্যের কাছে
মূল্যহীন ধন।

ছোট্ট জীবন 
বড্ড চাওয়া 
চাওয়ার তরে
ফিরে আসা।

মূল্য জীবন 
অমূল্য মৃত্যু 
পার হবে সব
ডাক দিলে রব।

ছোট্ট জীবন 
ছোট্ট চাওয়া 
সুখী জীবন
যন্ত্রণা ছাড়া।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন