সাতকর্ণী ঘোষ-এর কবিতা

প্রকাশিত হয়েছে : জুলাই ১৭, ২০২০ | দেখা হয়েছে: ১২৫৮ বার
সাতকর্ণী ঘোষ-এর কবিতা

উপেক্ষা
মৃত্যুকে চার্জশিট দেব বলে সাবধান করেছি 
বলেছি স্থীর হও আলোয় উঠে এসো এখন
দেখ কতো মানুষ তোমার প্রতিক্ষায় আছে
তোমাকে শুশ্রূষা দিয়ে ফিরিয়ে দেবে বলে

ডাক
তো করে ডাকি তোকে ও আমার ছায়া
বারবার ফিরে এসে চুমু দিয়ে যাস 
অথচ দুদণ্ড পাশে বসিস না বসলে
তোকে এক গল্প শোনাতাম রাজার গল্প
অত‍্যাচারী রাজার গল্প পাগল রাজা
যদি না শুনিস তবে যা তার গালে চুমু দিয়ে আয়
আদর পায়নি বলে আমাদেরও স্বস্তি নেই

সাতকর্ণী ঘোষ 
হাওড়া, পশ্চিমবঙ্গ


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন