ভালোবাসার ঘর - পারভীন আকতার

প্রকাশিত হয়েছে : জুলাই ২১, ২০২০ | দেখা হয়েছে: ৯৫৭ বার
ভালোবাসার ঘর - পারভীন আকতার

ভালোবাসার ঘরে থাকবো চিরকাল,
তুমি না হয় ছেড়ে থেকো অনাদিকাল।
বুনো পক্ষী বাবুই বাঁধি সূচারু ঘর,
তারকাঁটা গহ্বরের সরু  চাল।
অট্টালিকায় বসে দেখে যে কাকচর,
বিবশের ক্রান্তি তুলে সুর লয় তাল।
কপোত-কপোতী বাসনায় মত্ত পাল।
মহীতে ভালোবাসায় পুষ্ট যে অধর।

কী থাকে হায় নিঃশ্বাস ছাড়ি একবার?
তবুও কেন ঘর ভাঙ্গা শব্দ  সরব?
ক্ষণ জীবনে বাঁচতে হিয়ায় যে সব।
তাঁরা ঝলকায় প্রেমনীড়ে বারবার।
গুড়ি বারিতে রংধনু রাঙায় রব।
ভালোবাসার কাঙ্গাল কেন যাযাবর?

পারভীন আকতার
কবি ও শিক্ষক
চট্টগ্রাম।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন