কথার জালে - শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১১, ২০২১ | দেখা হয়েছে: ১০২২ বার
কথার জালে - শুভ জিত দত্ত

থার মাঝে জড়িয়ে ফেলো
দুঃখ গুলো ভুলিয়ে রাখো
রাজ্যের যতো কষ্ট গুলো
ভুলে থাকি যখন তুমি যখন
আপন মনে কথা বলো

হঠাৎ করেই মাঝে মাঝে
কোথায় তুমি হারিয়ে যাও
তখন জানো কষ্ট গুলো
খুব দ্রুত জড়িয়ে ফেলে
কখনো যে বুঝবে তুমি

মাঝে মাঝে ভাবি বলব
আমার জমানো কিছু কথা
কিন্তু মজে যেতাম তোমার
কথাতে ভুলেই গেছি সবই
আমার কথা হারিয়ে যেত

একদিন যদি সামনাসামনি
তুমি এসে হঠাৎ দাঁড়াও
দেখ কেমনে থামিয়ে দেবো
শুরু করবো আমি আর নীরব
দর্শক হয়ে চেয়ে থাকবে তুমি।।

শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন