প্রেম কি়ংবা দ্রোহে - নজমুল হেলাল

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৫, ২০২১ | দেখা হয়েছে: ১৫৮০ বার
প্রেম কি়ংবা দ্রোহে - নজমুল হেলাল

সুখের অভিনয় আর সুখী হওয়া এক কথা নয়
অসুখীও অভিনয় করে 
না ক'রে উপায় থাকে না কখনও কখনও 
নকল হাসি 
গরীবের ধনী ধনী ভাব 
নকল ভদ্রলোক 
মেকি পণ্ডিত  ভণ্ড সাধু 
ভেজাল পণ্যের মত বাড়ছে যত্রতত্র আশঙ্কাজনক

প্রেম কিংবা দ্রোহে
ভেতর কিংবা বাহির একই হলে 
আর কিছু না হোক 
সততা'র শিকড় ছড়িয়ে যায় সব দিকে
আমরাও বেড়ে উঠি নিরাপদ নিরন্তর

নজমুল হেলাল। ঢাকা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন