ফিরবো আবার - শেখ রিপন

প্রকাশিত হয়েছে : জুলাই ১৫, ২০২০ | দেখা হয়েছে: ১৩৫১ বার
ফিরবো আবার   - শেখ রিপন

ফিরবো আবার সবুজ, শ্যামল
প্রকৃতির বুকে নীল আকাশের 
নিচে, 
ফিরবো আবার আঁকা-বাঁকা 
মেঠোপথে।

ফিরবো আবার সুস্থ ধরণীতে 
যার যার কর্মস্থলে,
ফিরবো আবার জয় বাংলা
স্লোগানে করোনা জয়ে।

ফিরবো আবার পদ্মা, মেঘনা,
যমুনার তীরে,
ফিরবো আবার কবির কবিতায়,
রাখালের বাঁশির সুরে।

ফিরবো আবার পাঠশালায়, 
স্মৃতিসৌধ, শহীদ মিনারে, 
ফিরবো আবার শহরের অলি,
গলিতে হাঁটে, গঞ্জে ভালবাসার
মেলবন্ধনে। 

ফিরবো আবার ভাটিয়ালি,
আউল, বাউল লোকসংস্কৃতিতে,
ফিরবো আবার আকাশ পথে
রেলস্টেশনে,
বাসস্টেশনে যান্ত্রিক জীবনে। 

ফিরবো আবার বাংলা একাডেমি,
প্রেসক্লাবে, কবিতা আবৃত্তির মঞ্চে,
ফিরবো আবার সবাই সবার মাঝে। 

ফিরবো আবার করোনা জয়ে
বায়ান্ন, একাত্তরের পরে,
ফিরবো আবার নিষ্পাপ
নীলগ্রহে।

শেখ রিপন। সুনামগঞ্জ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন