একটি পুষ্প - আব্দুল আজিজ

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৩, ২০২১ | দেখা হয়েছে: ১০৫৭ বার
একটি পুষ্প - আব্দুল আজিজ

তোমার দেয়া পুষ্প নিয়ে
তোমার প্রশ্ন ছিলো।
পুষ্পটি কেমন আছে,
পুষ্পটি কোথায় আছে?

তোমাকে বলেছিলাম 
তোমার আশায় আছে
বেশ ভালো আছে
বেশ যতনেও আছে।

কি বুঝেছিলে জানি না,
তবে আজ তোমার বাসর।
তোমার স্মৃতি ফিরিয়ে দিলাম
শুকিয়ে গেলেও কমেনি আদর।

পুষ্পের এই যতন তুমি 
বুঝবে কি না, জানি না।
ভুল বুঝার কারনটাও অঅনুমেয়
সময় থাকলে অপরাধটা বলে যেও।

পুষ্পটি কাছেই রেখেছিলাম
পুষ্পটি যতনেই রেখেছিলাম
নিজের বলে ভেবেছিলাম 
মন থেকেই ভালোবেসেছিলাম।

আব্দুল আজিজ
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন