সুমন বনিক এর কবিতা

প্রকাশিত হয়েছে : জুন ২৮, ২০২০ | দেখা হয়েছে: ১১৩৬ বার
সুমন বনিক এর কবিতা

সংশপ্তক হবো 
রোনা বলে গেলো 
তুমি তোমার 
আমি আমার 
আমাকে আমি সুরক্ষা করবো
তোমাকে তুমি।
কী নির্মম ফয়সালা 
বাস্তবতার সে কী প্রেসক্রিপশন?

করোনা কেটে দিচ্ছে ইচ্ছের সুতো 
এঁকে দিচ্ছে লক্ষ্মণরেখা 
শিথিল করছে সম্পর্কের গেরো
প্রাণে প্রাণে 
দেহে দেহে
ভেঙে দিচ্ছে মিলনের সেতু।

এসো করোনার বিরুদ্ধে লড়াকু হই 
ভয় নয় 
ক্ষয় নয় 
এসো করোনারে করি জয় ।

কথা রাখিনি 
কদিন বৃষ্টিকে বলেছিলাম 
ভিজিয়ে দাও পরিশুদ্ধ করো
বৃষ্টি ভিজিয়ে গেলো
পরিশুদ্ধ হইনি।
একদিন সূর্যকে বলেছিলাম 
ভেতরটা আলোকিত করে যাও
সূর্য আলো ঢাললো
আলোকিত হইনি।
মৃত্তিকাকে একদিন বলেছিলাম 
সহিষ্ণু করে দাও
মৃত্তিকা পরম মমতা মেখে দিলো
সহিষ্ণু হইনি।
বৃক্ষকে একদিন বলেছিলাম 
আরও প্রাণময় সবুজ করো
বৃক্ষ সর্বস্ব উজার করে দিলো
প্রাণবন্ত হইনি।

যতবার কথা রেখেছে ওরা 
ততবার কথা রাখিনি আমি।

সুমন বনিক। সিলেট, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন