সবুজ জোনাই - রেজওয়ান আহমেদ

প্রকাশিত হয়েছে : আগস্ট ২, ২০২০ | দেখা হয়েছে: ১১২৫ বার
সবুজ জোনাই -  রেজওয়ান আহমেদ

মুঠোয় পুরে এনে দেবো
গুনে গুনে লক্ষ জোনাই
আবেগ আবেগ খেলার ছলে
এমন কতো গল্প শোনাই!

সময় কাটে গল্পকথায়
কথায় ভেজে লক্ষ চিড়ে
টিকটিক যায় একেকটি পল
হারিয়ে কতো কথার ভিড়ে!

উঠোনজোড়া পুথির মেলা
দুচোখ গোনে লক্ষ তারা
চোখ বুজলেই উধাও বিধু
অন্ধ দুচোখ সর্বহারা!

ফেলে যেতে চায়না তো মন
তবু অতীত লক্ষ রাতি
ছোট্টটি সেই, শৈশবকাল,
কিশোরবেলার হ্যাজাকবাতি!

গ্রামীণ সুবাস, লোকজ বাঁশি,
সূতোকাটা লক্ষ ঘুড়ি
সব গ্যাছে হায় কালের গ্রাসে
কালচে বড়ো চাঁদের বুড়ি!

যা ছিলো তা জাদুঘরেই
শহরে আর কোত্থাও নাই
একটা সবুজ জোনাই দিও
চাই না আমার লক্ষ জোনাই!

রেজওয়ান আহমেদ। পটুয়াখালী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন