সূর্যস্নান - সৌমিত্র মজুমদার

প্রকাশিত হয়েছে : জুলাই ৭, ২০২০ | দেখা হয়েছে: ৯০১ বার
সূর্যস্নান - সৌমিত্র মজুমদার

সংগ্রামের স্বাদ উপভোগ্য নেই আর
স্বার্থের গন্ধ ম' ম' প্রায় সবক্ষেত্রেই,
সময়ের আস্তরণ যদি ঢেকে ফেলে
অমানবিক আচরণগুলি
কী লাভ পর্যুদস্ত মানবজাতি'র!

নিজের প্রতিবিম্ব দেখি কেবল
জমে থাকা বর্ষার জলে,
পূর্বজন্মের কথাগুলি যদি মনে পড়তো
হয়তো বা এই বিকলাঙ্গ মন
মুখ লুকাবার জায়গা পেতোনা
কাল্পনিক স্বপ্ন ফেরি করা তথাকথিত যারা,
যারা ঘনঘন উত্তরীয় বদলায়
তারা মহাকালের গহ্বরে হারিয়ে যেতো!

পরিযায়ী মন জুড়ে কেবলই দুঃস্বপ্নের রাত
অপেক্ষায়, কাঙ্খিত ভোর এসে কবে বলবে,
চলো, একসাথে সবাই আলোয় ফিরি।

সৌমিত্র মজুমদার
উত্তর 24 পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারত।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন