মানুষ বদলে পশু হয় - সেলিনা শেলি

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৩১, ২০২০ | দেখা হয়েছে: ১০২৪ বার
মানুষ বদলে পশু হয় - সেলিনা শেলি

মানুষ বদলে পশু হয়
খন নিশি বদলে দিবস হয়
নদী বদলে সাগর
           যেমন
আপন বদলে পর হয়।
এখন ভূমি বদলে বড় বড় অট্টালিকা হয়
একতলা থেকে এক'শ।

এখন কেউ আশে-পাশে পিছে তাকায় না,
চোখের এক ইঞ্চি আগেই যেন পাহাড় খনি
এটা ধরতেই চাই। 
এখন বড় আরও বড় হয়
আর ছোট আরও ছোট্ট হয় পিঁপড়ে স্বরূপ।

এখন মানুষ বদলে নাকি বিষ্ঠার পোকা ও হয়
এডিস, অ্যানোফিলিস মশা ও হয় মানুষ!
অবাক কথা কি জানেন?
মানুষ নাকি পশু ও হতে  জানে
কুকুর থেকে শুরু করে বাঘ, সিংহ
এমনকি হায়না ও হতে পারে।
কী কান্ড, এতে পশুদের মহা আনন্দ
মানুষ পশুর কাতারে!

তবে দুঃখের কথা কী জানেন?
পশুরা মানুষ হতে পারে না
কেবল মানুষ বদলায়,
নির্বোধ পশু চিরকালই পশু থেকে যায়।

সেলিনা শেলি। যুক্তরাজ্য

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন