কবিতায় বাঁচি - মৈত্রেয়ী সিংহরায়

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১, ২০২০ | দেখা হয়েছে: ৮৪৮ বার
কবিতায় বাঁচি - মৈত্রেয়ী সিংহরায়

বৈশাখের সূর্য আগুন ছড়িয়ে চলে গেলেই
মেঘে মেঘে আকাশ ঢেকে আসে বর্ষা,
তারপর শরতের জ‍্যোৎস্নামাখা রাত্রি,
আলোয় ধোওয়া দিন,
জীবন এতখানি সহজ নয়,
গীতিকবিতার মতো তার কোনো
স্বরলিপি নেই....
সুরে সুরে গেয়ে যাওয়া নয়,
শিল্পীর তুলিতে ক‍্যানভাসে ফুটে ওঠে
জীবনের জটিল সব ছবি,
প্রতিটি রং যেন এক একটা
রক্তাক্ত ইতিহাস,
লুব্ধ প্রতিযোগিতার ঝড়,
অশ্রু, ঈর্ষা, জয়ী, পরাজিত...
কেউ কার‌ও  তাল, ছন্দ,লয় ঠিক রেখে
সঙ্গত করতে পারছিনা,
তাই বিপন্ন দৈনন্দিন ছেড়ে
কবিতার মধ্যে খুঁজছি
বেঁচে থাকার চিৎকার।

মৈত্রেয়ী সিংহরায়
মেমোরি, বর্ধমান

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন