বিশ্বজিৎ কর’র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১১, ২০২০ | দেখা হয়েছে: ৭৬৫ বার
বিশ্বজিৎ কর’র দু’টি কবিতা

রাস্তা ছেড়ে দিন! 
ই যে শুনছেন -
রাস্তা আটকে রাখবেন না! 
স্মৃতির সরণীতে এত কাঁটা কেন? 
নিজের মতো চলতে দিন.... 
প্রতিহিংসায় ছেলেবেলাকার কথা বিষাক্ত, 
সম্পর্কের ছন্দে বেসুরো উৎপাত কেন? 
ফেলে আসা দিনগুলোর আমেজ আলাদা, 
শিউলি-ভোরে মিত্রবাড়ির দুগ্গা মায়ের চোখ, 
দীনু কাকার তুলির এক আঁচড়ে! 
স্মৃতিগুলো কবিতা হয়ে থাকুক, 
উপোসী হৃদয়ে! 

কথার কথা!
কথা, সে কথার মাঝে ঐ কথা বলা হয়নি-
আসলে কথা হারিয়ে যাচ্ছে! 
না-বলা কথা নিয়ে ফন্দি আঁটছে, কতজন! 
ওরা কথা বলতেই পারে না-
অমর্যাদা করে,নাটক করে, খেলাপ করে! 
কথা অবরুদ্ধ! কথা বিচলিত! 
আসুন, ওদের মুখে ভাষা দিই-
মুক্ত কন্ঠে বলি..... 
হে অতীত, বর্তমান, ভবিষ্যত-
কথা কও! কথা কও!

বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন