রাজপথ - সোমের কৌমুদী

প্রকাশিত হয়েছে : জুলাই ৭, ২০২০ | দেখা হয়েছে: ৯৩২ বার
রাজপথ - সোমের কৌমুদী

যে পথে হেঁটে যায় জীবন 
ঘরহীন ঘরের পথে
একটা হেমন্তের পথে
হেমন্ত পেরিয়ে বসন্তের দিকে।
সেই পথ আজ শীতের জীর্ণতায়
শূন্য 
রিক্ত
অদৃশ্য চোখের বোবাকান্নায়
নায়াগ্রা প্রপাত।

যে পথে যেতে হয় “দুঃখ বেচার হাট”
রিক্ত হাতে ফিরে আসে
পরিপূর্ণতা,
সে পথে ছোটে না আজ স্বপ্নের রথ।
আঁধার কেটে এপথে নামুক প্রভাত
হেঁটে যাক, উল্লাসে মাতুক, খেলা করুক
স্বপ্ন
প্রস্ফুটিত কথা
আনন্দ
পরিপূর্ণতার খুশিতে মাতুক রাজপথ।

সোমের কৌমুদী। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন