মোহাম্মদ ইলইয়াছ এর কবিতা

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৫, ২০২১ | দেখা হয়েছে: ৯৯৩ বার
মোহাম্মদ ইলইয়াছ এর কবিতা

সুরমা নদী 
র্যটক পর্যবেক্ষণে আসে
স্বপ্নের রাঙাপাখি-
প্রিয়ার চকিত চাউনির মতো
ভাসে তার আঁখি।

অনিন্দ্য স্থাপনা ভাসে
সুরমা নদীর পাশে,
স্তব্ধতার মনোসুরে
ঘুরে ঘুরে...
শোনায় তালবিহীন সঙ্গীত
প্রেয়সীর স্বপ্ন যেন
চোখের ইঙ্গিত। 

তোমার নামে
তোমাকে দেখবো বলে সারারাত পদ্য- বানিয়েছি-
ছন্দ মিলের মেলবন্ধনে ঝক্কি-ঝামেলায় ইতি টানিনি
মননে উড়িয়েছি ত্রিপদী-পয়ারের শুভ্র কাগজ ও পত্তর
চন্দ্রলোকে জোছনার জোয়ারে ভাসিয়েছি কেয়াপাতার ডিঙি।

তোমাকে দেখবো বলে খড়িমাটির অক্ষরে লিখেছি একটি নাম
বিদ্যাসাগরের বর্ণমালা এনে এঁকেছি তোমার শ্যামল অবয়ব
দূর-দিগন্ত থেকে একমুঠো মমতা এনে ব্যাকুল হৃদয়ে মেখেছি
দর্পনে এঁকেছি তোমার ময়নার ছবি ও নীল নীলিমার আকাশ।

তোমাকে দেখবো বলে ত্রিশলক্ষ যোজন পথের ক্লান্ত পথিক
দুঃসহ স্বপ্ন তাড়িয়েছি অক্লান্ত অতীতের ছায়ায় মৃত্যুর বিবাদে
ধ্যানের নিস্তব্ধতা ভুলে-কুয়াশাসম প্রবাহে হেঁটেছি অবোধ আমি
আকাশের মেঘলা খিলানে এখনো তোমার ছায়া প্রচ্ছায়া।

তোমার নামে গোলাপ ফুটিয়েছি এই অভিশপ্ত পোড়া বুকে
তুমি কি আমার ভাসান দ্বীপে কোমল পা দুটি রাখবে না?

মোহাম্মদ ইলইয়াছ
ধানমণ্ডি, ঢাকা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন