কবিতা ও নীরবতা! - বিশ্বজিৎ কর

প্রকাশিত হয়েছে : নভেম্বর ১, ২০২০ | দেখা হয়েছে: ৮২১ বার
কবিতা ও নীরবতা!  - বিশ্বজিৎ কর

মার অনুভূতির অশরীরী আত্মাই -
তোমার নীরবতা!
আকাশ তার বুক চিরে আলো দেখায় -
তুমি নিস্পন্দ, নীরব, প্রাণহীন! 
ভালবাসাকে বন্দী রেখেছ, সুবিধাবাদের শেকলে!
নীরবতা আমারও চলার সাথী, 
আঁচলভাঙ্গা গন্ধে ছেলেবেলাকার হাতছানি -
নীরবতা তখন কথা বলতো! 
সিরিয়ালহীন সন্ধ্যায় ব্রতকথাপাঠ, শঙ্খধ্বনি.. 
মা প্রদীপের তাপ দিতেন, বুকে! 
অমল ছিল, সুধা ছিল, ডাকঘর ছিল, এক ঘর নীরবতা ছিল! নীরবতা ফুঁড়ে রাখালের কান্না -"মাসি! মাসি! "
কত কথা! কত আবেগ! কত শিহরণ! 
আজকের নীরবতাগুলো অস্বস্তি, আশংকায় নুয়ে পড়েছে... 
মাগো, বড় শীত করছে -
বুকে একটু প্রদীপের তাপ দাও! 

বিশ্বজিৎ কর 
বোড়াল কলকাতা 
পশ্চিমবঙ্গ ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন