World Poetry Day এর শুভেচ্ছা - সুলতানা শিরীন সাজি

প্রকাশিত হয়েছে : মার্চ ২১, ২০২৩ | দেখা হয়েছে: ৬০১ বার
World Poetry Day এর শুভেচ্ছা - সুলতানা শিরীন সাজি

‘Always a Poet, Even in Prose’ 
আজ ২১ মার্চ’২০২৩এর World Poetry Day এর থীম এটা! 
যখন থেকে লেখালেখি করি, নিজের নানা বোধ এর যতটুকু প্রকাশ অক্ষরে, তাই কবিতা হয়ে উঠছিল! তখন থেকে নিজের ভালোলাগা তৈরী হয়ে গেলো এই কবিতার সাথে। পড়তে ভালো লাগে কবিতা, লিখতে ভালো লাগে কবিতা। এ যেনো কবিতায় বসতবাড়ি! 
ঘোরতর সংসারী মানুষ ও বোহেমিয়ান হতে পারে মনে মনে।  আকাশে ঘুড়ি ওড়া দেখলে মন ঘুড়ি হতে পারে! পাখির ডানায় ভর দিয়ে উড়তে পারে আকাশে। 
আমি আর কিছু না! আমি শুধু বাতাসের শব্দ কান পেতে শুনতে চেয়েছি। আর আমার আশে পাশের সব মানুষেরা যারা আমাকে ভাবায়, তাদের কাছ থেকে আর আমার চোখে দেখা অবাক করা প্রকৃতি, এদের সবার কাছ থেকে হাত ভরে নিয়েছি নানা রঙ।  মাঝে মাঝে সেই রঙ দিয়ে শব্দ সাজাতে চেষ্টা করেছি। এই প্রয়াসটুকুতে ভালোবাসা আছে। 
মন দিয়ে, মন ভরে শুধু এই লেখাটুকুই লিখে যেতে চাই।  চেয়েছি! যতদিন লিখতে পারবো, ততদিন সত্যিকারের বাঁচা! 

কবিতা মানে আমার কাছে অনেক কিছু…… 
কবিতা মানে আমার কাছে চোখ ছুঁই ছুঁই চোখের জলে সবুজ পাতার ভালোবাসা! 
কবিতা মানে, বিষণ্নতার কাঁপনে মুঠোভরা তুমিময় সুরভী!
কবিতা মানে নিঃশ্বাসের খুব কাছেই কারো জন্য মায়া! 
কবিতা মানে একলাঘন হয়ে কারো জন্য অপেক্ষার ময়ূর হওয়া! 
কবিতা মানে এক চোখে সে আর অন্য চোখে পৃথিবীটা! 
কবিতা মানে সুখের জন্য হাত বাড়িয়ে দুঃখভাসী হওয়া! 
কবিতা মানে, ভোরের আকাশে শব্দ কাহন! 
কবিতাতেই সকাল, দুপুর, বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাত! 

কানাডায় গতকাল বসন্ত শুরু হয়েছে ক্যালেন্ডারের পাতায়। রোদ ভাসানো ঠান্ডা অথচ উড়াধুরা দিন গেলো আজ।  আজকের World Poetry Day তে ভালোবাসা কবিতাপ্রেমীদের জন্য! শুভ বসন্ত! 

সুলতানা শিরীন সাজি 
কবিতার ফেরিওয়ালা
অটোয়া, কানাডা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন